Posts

Showing posts from December, 2022

ছড়া

থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় এই করে কাটে দিন রাত হয় ভোর! ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠো হাই তুলে  নেট খুলে ইস্কুলে  ছোটো! ছোটো তবে এখন তো সবই অনলাইন ক্লাস শুরু  হলে  আগে করে দিও সাইন! সাইন করে বুঝে নাও আজকের  পড়া আমিও সুযোগ খুঁজে লিখি এই ছড়া! ছড়া লেখা শেষ হলে যাই পাকশালে রান্না কী হবে ভাবি হাত দিয়ে গালে! গালে হাত দিলে বুঝি মনে আসে জোর? ধুর ছাই,  ফের সেই  খাড়া বড়ি থোড়। ~~~কপোতাক্ষী©

কবিতা

যার যেদিকেই ঝোঁক, শুধু জানে সেই চোখ তুমি চিনবে না তাকে সে যে ভিনদেশী লোক! তবু পর সে তো নয় সেটা জেনো নিশ্চয় মন থাকে যদি খোলা তবে তার পরিচয়... আছে আকাশে আকাশে সে যে মেঘ হয়ে ভাসে সে-ই ধরণীর কোলে ফুল শিশু হয়ে হাসে! পরিচিতির আড়ালে সে-ই আকাশে পাতালে সৃষ্টিই রচে শুধু প্রলয়ের মায়াজালে! তাকে ভাবো যেই রূপে যত বাঁধো দীপে ধূপে এক কবি এসে তাকে শুধু লিখে যায় চুপে! যত লেখে তত তার খোলে মুক্তির দ্বার আর অসীমের মাঝে শুরু হয় পারাপার! #### কপোতাক্ষী ©

ছড়া

শীত পড়লেই মন খাই খাই করে যত পাই তত চাই তবু যেন খাই খাই... মনে মনে চলে যাই বাংলার ঘরে... ভরে নিয়ে আসি, ঝুলি থরে থরে পিঠে পুলি রোদে বসে ছবি তুলি ধূ ধূ বালুচরে আবার হবে তো দেখা দিন কাটে  একা একা কিছু পড়া কিছু লেখা প্রিয় অবসরে! ~~~ কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী