Posts

Showing posts from June, 2021

আমরা যারা (কবিতা)

আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুলজীবনে, হৃদ্যতাতে খেদ ছিল না বলবে সেটা আত্মজনে! জানিনা আজ কোথায় আছে ক্লাস ওয়ানের রৌশনারা, ছোট্টবেলার বন্ধু তবু মুখটি আজও হৃদয়কাড়া! ওরও জানি এমনি করে হঠাৎ আমায় পড়বে মনে, আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুলজীবনে! ক্লাস সিক্সের শাশ্বতী আজ কোথায় আছে হঠাৎ করে পাড়ি দিল নতুন দেশে আমায় রেখে সেই শহরে 'আমরা আবার প্রিয় হয়ে উঠবো' চিঠি লিখল গিয়ে, প্রিয় হবার আগে নিজেই কোথায় যে গেল হারিয়ে বন্ধু যারা ছিল তারা সবাই যেন ভালো থাকে... যে যেখানেই থাকুক না আজ জীবন নদীর অতল বাঁকে ভালো থাকুক ভালোবাসার বন্ধন হোক সুখ আসনে! আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুল জীবনে! কলেজের দিনগুলোও কেমন ঝড়ের মতো কেটে গেল, ভাবতে তবু ভালো লাগে অনেক বন্ধু জুটেছিল! সবার সঙ্গে দেখা আবার ফেসবুকের ঐ পর্দা জুড়ে, দেয়ানেয়ার পালা শুরু ভালোবাসার হৃদয় খুঁড়ে! এভাবেতেই মিলে যাচ্ছি চলতে চলতে প্রতিক্ষণে আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুলজীবনে! 😊😊কপোতাক্ষী ©

কবিতা

হঠাৎ আশার আলো  আবার বিষাদগ্রস্ত  মন... তবু  লড়াই অব্যাহত এখন, সারাক্ষণ!  যেভাবে হোক লড়াই টা তো লড়েই যেতে হবে! বিনা যুদ্ধে শান্তি আবার কে পেয়েছে , কবে? যুদ্ধ যেমন চলছে চলুক আস্থা থাকুক মনে আশার আলোয় আঁধার ও তাই যাবেই  নির্বাসনে! ( কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী)

কবিতা

কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী 🌷 ------------------------------------------- যা ছিল negative, হলো তা positive এটাই  relative connection... বন্ধু চলো আজ, সেরে সকল কাজ, নবসমাজে হোক সম্ভাষণ!  চেতনা পালটায়, আগামী কালটায়,  হোক না  যত  পল পর্যটন...  এটাই মেনে নিয়ে, ভাবনাকে বাঁচিয়ে চলাই গতি  এই হোক  মিশন! জানি সহজ নয়, তবু হবে তো জয়... ভাবতে গেলে হয় উদাস মন, আশাই সম্বল, বিশ্বাসে অটল জগৎ  জুড়ে আজ উদযাপন!

কবিতা

বর্ণমালার রোদ্দুরে ------------------ বর্ণমালার রোদ্দুরে আজ নবীন মেঘের পাল, উনিশ এসে ভরসা যোগায়-হেই সামালো হাল! দশটি ভাই আর একটি বোনের মিলিত আহ্বানে, একসাথে সব কণ্ঠ মেলায় বর্ণমালার গানে। নবীন মেঘের কোলে আবার রোদের খেলা চলে, 'বাংলা আমার মাতৃভাষা'- ঈশান বাংলা বলে! 🙏🙏