কবিতা

যার যেদিকেই ঝোঁক,
শুধু জানে সেই চোখ
তুমি চিনবে না তাকে
সে যে ভিনদেশী লোক!
তবু পর সে তো নয়
সেটা জেনো নিশ্চয়
মন থাকে যদি খোলা
তবে তার পরিচয়...
আছে আকাশে আকাশে
সে যে মেঘ হয়ে ভাসে
সে-ই ধরণীর কোলে
ফুল শিশু হয়ে হাসে!
পরিচিতির আড়ালে
সে-ই আকাশে পাতালে
সৃষ্টিই রচে শুধু
প্রলয়ের মায়াজালে!
তাকে ভাবো যেই রূপে
যত বাঁধো দীপে ধূপে
এক কবি এসে তাকে
শুধু লিখে যায় চুপে!
যত লেখে তত তার
খোলে মুক্তির দ্বার
আর অসীমের মাঝে
শুরু হয় পারাপার!
####
কপোতাক্ষী ©

Comments

Popular posts from this blog

জ্যোতিষ বচন

ছড়া

কবিতা