Posts

Showing posts from April, 2024

জ্যোতিষ বচন

জ্যোতিষ-বচন -------------------------        শোন শোন মন দিয়ে জ্যোতিষ বচন        বারো রাশি আমাদের করে নিয়ন্ত্রণ        মঙ্গল -মেষ বৃশ্চিকের অধিপতি        ধনু ও মীনের অধিপতি বৃহস্পতি ৷        মকর আর কুম্ভ হল শনির স্ব-স্থান        বৃষ,তূলা রাশি দুটো দৈত্যগুরু পান ৷        রবির স্ব-ক্ষেত্র সিংহ তুঙ্গী তিনি মেষে        কর্কট চন্দ্রের গৃহ, শোন হেসে হেসে ৷        প্রত্যেকেরই দুটো ঘর রবি চন্দ্র ছাড়া        রাহুর সপ্তমে কেতু সততই খাড়া ৷৷                রবি তুঙ্গী মেষে তার তূলা নীচস্থান,          শনি তার বিপরীতে সততই যান ৷        মঙ্গল মকরে তুঙ্গী শুক্র তুঙ্গী মীনে,        বৃষে তুঙ্গী হন চন্দ্র রাতে কিম্বা দিনে ৷        কর্কট রাশিতে হন তুঙ্গী বৃহস্পতি,         কন্যায় বুধ তুঙ্গী শোন ভাগ্যবতী ৷         শুভ গ্রহে শুভ ফল সততই মেলে,         গ্রহগণ মাঝেমধ্যে বক্রী হয়ে গেলে-         কোন ক্ষেত্রে ভাল ফল কোন ক্ষেত্রে মন্দ         নানা মুনি এই নিয়ে করে যান দ্বন্দ্ব ৷৷ গ্রহরাও পরস্পর শত্রুমিত্র হয়,           রবি,শনি ,মঙ্গলকে পাপগ্রহ কয়-           চন্দ্র হন শুভ যদি পূর্ণবলী হন,           শুভ সঙ্গে বুধ শুভ অ