কবিতা

বর্ণমালার রোদ্দুরে
------------------
বর্ণমালার রোদ্দুরে আজ নবীন মেঘের পাল,
উনিশ এসে ভরসা যোগায়-হেই সামালো হাল!
দশটি ভাই আর একটি বোনের মিলিত আহ্বানে,
একসাথে সব কণ্ঠ মেলায় বর্ণমালার গানে।
নবীন মেঘের কোলে আবার রোদের খেলা চলে,
'বাংলা আমার মাতৃভাষা'- ঈশান বাংলা বলে!

🙏🙏

Comments

Popular posts from this blog

জ্যোতিষ বচন

ছড়া

কবিতা