গদ্য

এই যে, আপনি... হ্যাঁ, আপনাকেই বলছি।
জানেন, আপনার অনেক সম্ভাবনা ছিল।আকাশ স্পর্শ করার সম্ভাবনা... কিন্তু আপনি সেটা হতে দেন নি। কারণ আপনি নিজেই সেই সম্ভাবনার গলা টিপে হত্যা করেছেন। আর আপনার এই হত্যার পেছনে প্রধানত যে দায়ী, সে কিন্তু আপনি নিজেই!
আচ্ছা, আপনি তো একসময়  ইংরাজী সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। মনে করে দেখুন তো আপনাকে তখন সবচেয়ে বেশি কোন বিষয় টা টানতো?   Chaucer,Spenser,Elizabethan period, Milton, Dryden, Pope, Victorian period, Romantic period, Eliot, pre modern...এই রে! আমি কি আপনাকে ইতিহাস মনে করাতে  বসলাম? বাদ দিন এসব.... যা বলতে আপনাকে ডাকা... আচ্ছা, আপনার Angel দের কথা মনে পড়ে? সেই Good Angel, Evil Angel দের কথা?
পাশ্চাত্য  সাহিত্যে  ওরা কিন্তু একটা বিশাল জায়গা দখল করে ছিল যুগের পর যুগ, এখনও আছে, যারা খোঁজ রাখে, জানে! শুধু আপনিই জানেন না। কারণ আপনি তো এখন শুধু আপনার মৃতদেহকেই বহন করে চলেছেন... Angel দের খবর আপনি জানবেন কী করে?
তবে motivational channel গুলো আজকাল আপনাকে বেশ টানে আমি জানি। আপনারও ইচ্ছে করে  সেই angel দের ডেকে যদি আপনার সমস্যাগুলোর সমাধান করা যেতো!  কিন্তু সত্যি করে বলুন তো আপনার মন কী চায়! সোজাসাপটা ফয়সালা, মানে আপনি চাইলেন আর আকাশ স্পর্শ করার সিঁড়ি  তরতর করে আপনার কাছে পৌঁছে গেল, এক লহমায় আপনাকে পৌঁছে দিল সেই অভাবনীয় দরজার সামনে,যার জন্য আপনি দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন...নাকি নিজের মধ্যে ডুব দিতে চান..."ডুব ডুব ডুব ডুবসাগরে আমার মন!"
একটু ভাবুন না, তলিয়ে ভাবুন!
হ্যাঁ, আমি জানি আপনার সময় খুব সীমিত। আরেকটু সহজভাবে বললে জীবনের যাঁতাকলে পড়ে আপনি নিজের কাছেই নিজে বন্দী হয়ে আছেন অনেকদিন (তাই মৃতদেহের সঙ্গে তুলনা করেছিলাম আগে, কিছু মনে করবেন না আবার!) এই লোহার প্রাচীর ভেদ করে বের হওয়া আজ আপনার কাছে  দুর্গমই নয় শুধু, দুঃসাধ্যও বটে! আপনার যা অস্ত্র-শস্ত্র  ছিল(মনোজগতে) তাও দীর্ঘদিন শান দেওয়ার অভাবে বিকল হয়ে পড়ে আছে! 
কিন্তু আগে ভাবুন তো আপনি কী চান?  স্বেচ্ছাবন্দী হয়ে থাকা? না এই প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে মুক্তির বাতাস নেওয়া, যে মুক্তি আপনাকে  আকাশ স্পর্শ করার  স্বপ্ন দেখাতে পারে...!
ভাবুন আরেকবার, সময় নিয়ে ভাবুন!
© কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী
(2019)

Comments

Popular posts from this blog

জ্যোতিষ বচন

ছড়া

কবিতা